Iman, ঈমান, ঈমানের শাখাসমূহ,


ভূমিকাঃ ঈমান (Iman) পৃথিবীতে এবং পরকালের সবচেয়ে দামী বস্তু।ঈমান ব্যতিরিকে কৈউ মুমিন হতে পারেনা।কতিপয় গুরুত্ব পূর্ণ কিছু বিষয় মেনে ঈমান আনয়ণ করতে হয়।নিম্নে ঈমানের শাখা প্রশাখা সমূহ বর্ণনা করছি।

 

ঈমানের শাখাসমূহঃ রাসূল( সঃ) ইরশাদ করেন-ঈমানের সত্তরটির অধিক শাখা আছে,তন্মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই-একথার সাক্ষ্য দেওয়া এবং সর্বনিম্ন শাখা হলো পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া।আর লজ্জা ঈমানের একটি অন্যতম শাখা। (বুখারী১/,মুসলিম)

 

ঈমান পবিত্র বৃক্ষ। যার শাখা-প্রশাখা সত্তরের অধিক। তন্মধ্য থেকে নিম্নে৷ সাতান্নটি শাখা উল্লখ করা হলো-

 
.বিনয়-নম্রতা
 
.দয়াও মমত্ববোধ
 
.সন্তুষ্টি বা তুষ্টি
 
.সকল বিষয়ে আল্লাহর উপর নির্ভর
 
.আত্মম্ভরিতা পরিহার
 
.প্রতিহিংসা পরিহার
 
.বিদ্বেষ শত্রুতা না করা
 
.ক্রোধ সংবরণ
 
.প্রতারণা না করা
 
১০.পার্থিব মহব্বত ত্যাগ
 
১১.একাত্ববাদের ঘোষণা
 
১২.পবিত্র কুরআন তেলাওয়াত করা
 
১৩.ইলম শিক্ষা করা
 
১৪.দুয়া করা
 
১৫.যিকিরও ইস্তগফার করা
 
১৬.মন্দ কাজ থেকে দূরে থাকা
 
১৭.পবিত্রতা রক্ষা করা
 
১৮.সালাত কায়েম করা
 
১৯.যাকাত আদায় করা
 
২০.সাওম পালন করা
 
২১.হজ পালন করা
 
২২.ইতিকাফ করা
 
২৩.দীনের দিকে দ্রুত ধাবমান হওয়া
 
২৪.মানত পূর্ণ করা
 
২৫.লেনদেনে সততা রিয় থেকে বেঁচে থাকা
 
২৬.শপথ রক্ষা করা
 
২৭.কাফরা আদায় করা
 
২৮.সালাতে এবং সালাতের বাইরে লজ্জাস্হান ঢেকে রাখা
 
২৯.কুরবানী করা
 
৩০.মৃত ব্যক্তির জানাযায় অংশগ্রহন করা
 
৩১.সত্য সাক্ষ্য দেওয়া
 
৩২.বিবাহ করা
 
৩৩.পারিবারিক হক আদায় করা
 
৩৪.পিতামাতার সেবা করা
 
৩৫.সন্তান সন্ততি লালন পালন করা
 
৩৬.আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা
 
৩৭.অধীনস্হের আনুগত্য করা
 
৩৮.ন্যায় পরায়ণ হওয়া
 
৩৯.সংবদ্ধ থাকা
 
৪০.সালেহীনদের অনুসরণ করা
 
৪১.মানুষকে সংশোধন করা
 
৪২.ভাল কারে সহযোগিতা করা
 
৪৩.সৎকাজে আদেশ অসৎকাজে নিষেধ করা

৪৪.অপরাধের শাস্তি প্রদান করা
 
৪৫.হক প্রতিষ্টায় সাধনা করা
 
৪৬.আমানত আদায় করা
 
৪৭.ঋণ পরিশোধ করা
 
৪৮.প্রতিবেশির হক আদায় করা
 
৪৯.লেনদে সুন্দর আচরণ করা
 
৫০.অপচয় না করা
 
৫১.আদববান হওয়া
 
৫২.সালামের জবাব দেওয়া
 
৫৩.হাঁচির জবাব দেওয়া
 
৫৪.মানুষের কষ্ট দূর করা
 
৫৫.তামাশা পরিহার করা
 
৫৬.কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরানো
 
৫৭.সৃষ্টিজীবে সদয় হওয়া

 

শেষকথাঃ যার ঈমান নেই সে নাস্তিক। ঈমান মানুষকে বিনয়ী, ভদ্র,শান্ত করে তোলে।মুমিন ব্যক্তি সকলের শ্রদ্ধার পাত্র।তিনি সমাজের কল্যাণে কাজ করেন।